তিস্তার পানি বিপদসীমার ১৪ সেন্টিমিটারের উপরে  

লালমনিরহাট প্রতিনিধি: ভরতের গজল ডোবা ব্যারাজের গেট খুলে দেওয়ায় লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা ব্যারাজের পানি বিপদসীমার ১৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে।
তবে আজ সকাল থেকে তিস্তার পানি কমতে শুরু করে। গতকাল রাতে ২৫ সেন্টিমিটারের উপর ছিলো।
মঙ্গলবার (০২ আগস্ট ) বিকেল ৩টা তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানি ৫২.৭৪ সেন্টিমিটারে প্রবাহিত হচ্ছে যা স্বাভাবিক ৫২.৬০ বিপদসীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
জানা গেছে, উজান থেকে নেমে আসা ও ভারতের গজলডোবা ব্যারাজে পানি বৃদ্ধি পাওয়ায় গজলডোবার গেট খুলে দিয়েছে। ফলে  তিস্তা নদীতে পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে। তবে গতকালের তুলনায় আজ সকাল থেকে তিস্তার পানি কমতে শুরু করে। গতকাল রাতে ২৫ সেন্টিমিটারের উপর ছিলো।
এ দিকে পানি নিয়ন্ত্রণ করতে ব্যারাজ কতৃপক্ষ  ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া পয়েন্টের নির্বাহী প্রকৌশলী আসফা-উদ-দৌল্লা বিটিসি নিউজকে বলেন, পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের ৪৪ জলকপাট খুলে দেয়া হয়েছে। বর্তমানে বিপদসীমা ১৪ সেন্টিমিটারের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। গতকালের তুলনায় আজকে পানি কমেছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.