তিন বছর পর বড়াইগ্রামে স্ত্রী হত্যার অভিযুক্তকে গ্রেফতার করেছে র‌্যাব

নাটোর প্রতিনিধি: মামলা দায়েরের তিন বছর পর নাটোরের বড়াইগ্রামে পরকিয়া প্রেমের জেরে স্ত্রী হত্যা মামলার প্রধান পলাতক আসামী বেলাল হোসেন (৩৫)কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল ৮ নভেম্বর মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তাকে গুরুদাসপুর উপজেলার খামার পাথুরিয়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সিপিসি-২ এর একটি অপারেশন দল গুরুদাসপুর উপজেলার খামার পাথুরিয়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে বড়াইগ্রাম থানার স্ত্রী হত্যার দায়ে অভিযুক্ত পলাতক আসামী বেলাল হোসেনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত বেলাল হোসেন বড়াইগ্রাম উপজেলার নওদা জোয়ারী গ্রামের মৃত সোহরাব মোল­ার ছেলে।
উলে­খ্য, পরকীয়া জেরে ২০১৯ সালের ৩১ শে মার্চ বেলাল হোসেন তার স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগে একটি হত্যা মামলা দায়ের হয়। এরপর থেকেই বেলাল পলাতক ছিল। মামলাটি পিবিআই এর উপরে তদন্তভার নষ্ট হয়।
র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি মো. বেলাল হোসেন (৩৫) হত্যার বিষয়টি স্বীকার করেন। পরে আসামিকে নাটোর পিবিআইয়ের তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.