তিন দেশ মিলে ‘এশিয়ান ন্যাটো’ গড়ছে : উত্তর কোরিয়া

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান- এই তিন দেশ মিলে ‘এশিয়ান ন্যাটো’ গড়ে তুলছে বলে মন্তব্য করেছে উত্তর কোরিয়া। মূলত দেশ তিনটির এক যৌথ সামরিক মহড়ার সমালোচনা করে মন্তব্যটি করে পিয়ংইয়ং।
রোববার (৩০ জুন) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ’র বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের যৌথ সামরিক মহড়ার সমালোচনা করে উত্তর কোরিয়া বলেছে, ‘এ সামরিক মহড়া দেখে মনে হচ্ছে এই তিন দেশ এশিয়ান ন্যাটো তৈরি করেছে।’
পিয়ংইয়ংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘আমরা ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়ার বিরুদ্ধে এ ধরনের উস্কানিমূলক সামরিক মহড়ার নিন্দা জানাই।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার সম্পর্ক ন্যাটোর এশিয়ান ভার্সনে রূপ নিয়েছে।’
এর পরিণতি ‘মারাত্মক’ হতে পারে বলে সতর্ক করে বলা হয়েছে, সামরিক জোটকে শক্তিশালী করার জন্য যুক্তরাষ্ট্র ও তার অনুসারীদের পদক্ষেপ কখনোই এড়িয়ে যায় না উত্তর কোরিয়া।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৭ জুন) যুক্তরাষ্ট্র, জাপান এবং দক্ষিণ কোরিয়া ক্ষেপণাস্ত্র, সাবমেরিন এবং বিমান হামলার বিরুদ্ধে প্রতিরক্ষা বাড়ানোর লক্ষ্যে নৌবাহিনীর ডেস্ট্রয়ার, ফাইটার জেট এবং পারমাণবিক শক্তিচালিত মার্কিন বিমানবাহী রণতরী ‘থিওডোর রুজভেল্ট’-কে নিয়ে ‘ফ্রিডম এজ’ নামে বড় পরিসরে যৌথ সামরিক মহড়া শুরু করেছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.