তিন দিনের সফরে সৌদি আরবে ইমরান খান

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: তিন দিনের জন্য সৌদি আরব সফরে গিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আগামীকাল সোমবার (২৫ অক্টোবর) রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হবে মধ্যপ্রাচ্য সবুজ উদ্যোগ সম্মেলন বা মিডল ইস্ট গ্রিন ইনিশিয়েটিভ (এমজিআই) সামিট, সেখানে অংশ নেবেন তিনি।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে ইমরান খানকে আমন্ত্রণ জানিয়েছেন সৌদি সিংহাসনের উত্তরসূরি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এতে জলবায়ু পরিবর্তনের কারণে উন্নয়নশীল দেশগুলো যেসব প্রতিকূলতার মুখোমুখি হচ্ছে, তা নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন ইমরান খান।
‘পরিচ্ছন্ন ও সবুজ পাকিস্তান’ ও ‘এক হাজার কোটি গাছের সুনামি’ কার্যক্রমের অভিজ্ঞতা সৌদি আরবকে জানানোরও প্রস্তাব দিয়েছেন ইমরান খান।
জলবায়ু পরিবর্তনের ফলে উন্নয়নশীল দেশগুলোকে যেসব চ্যালেঞ্জের মোকাবিলা করতে হচ্ছে, সে বিষয়ে এমজিআই সম্মেলনে মতামত দেবেন ইমরান খান। এ ছাড়া পরিবেশগত ঝুঁকি মোকাবিলায় পাকিস্তানের পদক্ষেপ সম্পর্কেও আলোচনা করবেন তিনি।
মধ্যপ্রাচ্যে এমজিআইয়ের মতো প্রথম কোনো সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে সৌদি আরবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.