তাড়াশে অগ্নিকাণ্ডে কৃষকের দুটি ঘরসহ ৫ লক্ষাধিক টাকার সম্পদ পুড়ে ছাই

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে ছলিম উদ্দিন নামের এক কৃষকে দুটি ঘর, আসবাবপত্র ও গবাদিপশু পুড়ে ভস্মিভুত হয়েছে।
অগ্নিকাণ্ডে স্থানীয়রা প্রায় একঘন্টার চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনেন।
আজ রোববার বিকালে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর নদীপাড়া গ্রামের খলিল উদ্দিনের ছেলে কৃষক ছলিম উদ্দিনের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক এম আতিকুল ইসলাম বুলবুল বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে কৃষক ছলিম উদ্দিনের দুটি টিনের ঘর, ২টি গরু, আসবাবপত্র, ধান, চালসহ প্রায় ৫লক্ষাধিক টাকার সম্পদ পুড়ে ছাই হয়েছে গিয়েছে।
তাড়াশ ফায়ার ষ্টেশন ও সিভিল ডিফেন্সের সাব-অফিসার মো: রেজাউল করিম বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, খবর পেয়ে আমরা খুব দ্রুত আসার চেষ্টা করি। কিন্ত অনেক পথ ঘুরে আসতে তাই আমরা পৌছার আগেই স্থানীয়রা আগুন নিভে ফেলে। যদি তাড়াশ-নাদোসৈয়দপুর সড়কে ব্রীজটা নির্মান হতো তাহলে খুব অল্প সময়ের এলাকায় পৌছানো সম্ভব। আনুমানিক প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে ওই কৃষকের।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সিরাজগঞ্জ প্রতিনিধি মোসুলতান হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.