BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

তাসনিয়া ফারিণ গান শুরু করেন টেলর সুইফট থেকে অনুপ্রাণিত হয়ে

তাসনিয়া ফারিণ গান শুরু করেন টেলর সুইফট থেকে অনুপ্রাণিত হয়ে

বিটিসি বিনোদন ডেস্ক: নতুন গান, নতুন পরিচয়, বড় পর্দায় নতুন স্বপ্ন—সব মিলিয়ে ব্যস্ত সময় পার করছেন তাসনিয়া ফারিণ। অভিনয়ের খবর কিছুদিন ধরে কম থাকলেও গানে ফিরেছেন তিনি নিজের মতো করে। সম্প্রতি প্রকাশিত ‘মন গলবে না’ গানটি তারই প্রমাণ।

ফারিণ বললেন, আশি–নব্বই দশকের অনুভূতি আর বর্তমান সময়কে মিলিয়ে তিনি গানটিতে ফিউশন করেছেন। আছে গল্প, শিল্প আর বাণিজ্যিক উপাদানের মিশ্রণ। তিনি বলেন, ‘আমাদের তো অনেক বাজেট সীমাবদ্ধতা। তারপরও চেয়েছি গতানুগতিক মিউজিক ভিডিওর বাইরে কিছু করতে।’

কবির বকুলের কথায়, ইমরান মাহমুদুলের সুর–সংগীতে তৈরি গানটি প্রকাশের পর ভালো সাড়া মিলছে।

গত বছর সংগীতশিল্পী হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন ফারিণ। ‘ইত্যাদি’তে প্রচারিত ‘রঙে রঙে রঙিন হব’ তার প্রথম গান। সেটির সাফল্যই তাকে আরও সাহসী করেছে। এবার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান চালুর কাজও শুরু করেছেন তিনি। নতুন গান দিয়েই সেই প্রতিষ্ঠানের যাত্রা। নাটক বা সিনেমা প্রযোজনা—এখনো নিশ্চিত নন, তবে নিয়মিত কাজের পরিকল্পনা আছে।

গানেই বড় অনুপ্রেরণা টেলর সুইফট

ফারিণ বললেন, ছোটবেলা থেকেই তাঁর স্বপ্ন ছিল গায়িকা হওয়া। স্কটল্যান্ডে টেলর সুইফটের কনসার্ট দেখার পর সেই স্বপ্ন ফের জেগে ওঠে। ‘তিনি মিউজিকে একটা সাম্রাজ্য গড়ে তুলেছেন। তাকে দেখে বুঝেছি, শিল্পী হিসেবে কতটা শক্তিশালী হওয়া যায়,’—বললেন ফারিণ। নতুন গান তৈরির সময় তাই পপ গায়িকা হিসেবে নিজেকে নতুনভাবে সাজাতে চেয়েছেন তিনি। ‘কপি করিনি, তবে বাণিজ্যিক দিক থেকে কিছু অনুপ্রেরণা অনেকে খুঁজে নিতে পারেন।’

অভিনয়ে স্বপ্ন—শাকিব খানের সঙ্গে সিনেমা

মেরিল–প্রথম আলো মঞ্চে দাঁড়িয়ে শাকিব খানের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন ফারিণ। কয়েক মাসের মধ্যেই সেই ইচ্ছা বাস্তব। তাঁর পরবর্তী সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’তে তিন নায়িকার একজন হচ্ছেন ফারিণ। পরিচালনায় আবু হায়াত মাহমুদ। চরিত্র নিয়ে এখনই কিছু বলতে চাননি তিনি। শুধু জানিয়েছেন, ডিসেম্বরেই শুটিং শুরু হবে।

টেলিভিশনের অভিনেত্রী হিসেবে দীর্ঘ যাত্রার পর ফারিণ প্রথম বড় পর্দায় আসেন ‘ফাতিমা’ দিয়ে। এরপর কলকাতার অতনু ঘোষের ‘আরো এক পৃথিবী’ এবং বাংলাদেশে ‘ইনসাফ’ ছবিতে অভিনয় করেন। বললেন, ‘ইনসাফ’–এ যা শিখেছি, সবকিছু কাজে লাগবে। নাচে আরও মনোযোগ দিতে হবে।’

সাবিলা নূরের সঙ্গে এক ছবিতে দেখা যাবে কি?

সময়ের কাছাকাছি অভিনয়জীবন শুরু হলেও সাবিলা আর ফারিণকে একসঙ্গে এখনো কোনো সিনেমায় পাওয়া যায়নি। তবে দর্শকদের আগ্রহ রয়েছে। এ বিষয়ে ফারিণ বললেন, ‘কোনো পরিচালক চাইলে অবশ্যই করব। তিনি খুব ভালো অভিনেত্রী।’ এখন অপেক্ষা—কার হাত ধরে দুজনকে এক ফ্রেমে পাওয়া যাবে।

কলকাতার নতুন সিনেমা নিয়ে যদিও কথা হচ্ছে, কিন্তু ফারিণ আপাতত চুপ। শুটিং শুরু না হলে কিছু বলবেন না—এমনটাই জানালেন।

এদিকে নাটকে তার সর্বশেষ কাজ ‘প্রিয় প্রজাপতি’। ওটিটির বেশ কিছু প্রস্তাবও রয়েছে। তবে আপাতত ‘প্রিন্স’ নিয়েই ভাবছেন তিনি। তার ভাষায়, ‘ভালো পরিচালক, ভালো গল্প হলে নাটকেও কাজ করব। কিন্তু এখন সিনেমার প্রস্তুতিই সবার আগে।’

গান, অভিনয়, প্রযোজনা—সব মিলিয়ে ফারিণের সামনে নতুন এক পথ খুলে যাচ্ছে। তিনি শুধু বলছেন, এখনই সময় নিজেকে নতুনভাবে চিনিয়ে দেওয়ার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
দেশে উৎপাদিত চিনি গুদামে মজুত থাকলে আমদানি করা হবে না : শিল্প উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি : রিজভী বিয়ে নিয়ে প্রথমবার প্রশ্নের জবাব দিলেন রাশমিকা তাসনিয়া ফারিণ গান শুরু করেন টেলর সুইফট থেকে অনুপ্রাণিত হয়ে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় হামজারবাগ জামে মসজিদে দোয়া জামালপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত রাজশাহীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ১৫ নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল বেগম জিয়ার সুস্থ্যতায় দেশবাসী কাঁদছে এবং আল্লাহর নিকট দোয়া করছে : মিনু রাজশাহীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় চন্দ্রিমা থানা বিএনপির দোয়া মাহফিল ইসরাইলকে অংশগ্রহণের অনুমতি, ইউরোভিশন বয়কট করছে স্পেনসহ ৪ দেশ