তালেবান নিয়ে ভারতের সর্বদলের বৈঠকে যেসব আলোচনা হলো

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানদের কাছে যাওয়ার পর সবচেয়ে উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছে ভারত। এ বিষয়ে করণীয় ঠিক করতে আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট) নরেন্দ্র মোদি সরকার সর্বদলের বৈঠক আহ্বান করেন।
তালেবান নিয়ে কী ভাবছে ভারতের কেন্দ্রীয় সরকার?’ পররাষ্ট্রমন্ত্রণালয়ের কাছে জানতে চাইল বিরোধী দলের নেতারা। ওই প্রশ্নের জবাবে দেশটির পররাষ্ট্র সচিব হর্ষ বর্ষণ শৃংলা বলেন, ভারত এই মুহূর্তে ‘ওয়েট অ্যান্ড ওয়াচ’ নীতি অবলম্বন করেছে।
পরে জয়শংকর বলেন, কাবুল বা আন্তর্জাতিক মহলে কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি। আফগানিস্তানে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরানোর ওপর সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করা হচ্ছে। সেইসঙ্গে অগ্রাধিকারের ভিত্তিতে আফগানদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল নেতা সৌগত রায় বলেন, ‘তালেবান ইস্যুতে আমরা সরকারের পাশে আছি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন, এই কঠিন পরিস্থিতিতে জাতীয় স্বার্থে সকলকেই একত্রে থাকতে হবে। একইরকম বার্তা দিতে হবে সকলকে। সেই বক্তব্যই আমরা বৈঠকে জানিয়েছি।’
তিন ঘণ্টার বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা হলো?
ইন্ডিয়ান টাইমসের খবরে বলা হয়, সর্বদলীয় বৈঠকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একাধিক বিষয় সামনে আনা হয়। সৌগত রায় বলেন, ‘প্রথমত আমরা জানতে চেয়েছিলাম আফগানিস্তানে আটকে থাকা ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখনও অনেকে সেখানে আটকে রয়েছেন। পশ্চিমবঙ্গের ১২৫ জন ব্যক্তি ওখানে রয়েছেন। সেই তালিকাও আমরা সরকারের কাছে জমা দিয়েছি।’
খবরে বলা হয়, সরকারের পক্ষ থেকে এই নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করে সকলকে নিরাপদে ফিরিয়ে আনার আশ্বাস দেওয়া হয়েছে বৈঠকে। পাশাপাশি, তৃণমূলের পক্ষ থেকে  জানতে চাওয়া হয়, দীর্ঘদিন ধরে আফগানিস্তানের যে সমস্ত ক্ষেত্রে ভারত সরকার বিনিয়োগ করেছে, সেগুলির ভবিষ্যৎ কী হবে? এই নিয়ে কংক্রিট কোনও উত্তর দিতে না পারলেও পরবর্তীতে বিস্তারিত আলোচনা হবে বলেও জানায় কেন্দ্র।
তৃণমূল নেতা সৌগত রায় বলেন, ‘ইন্টারন্যাশনাল কমিটি অব নেশনের বৈঠকে আফগানিস্তান ইস্যুতে ভারত কেন ঠাঁই পেল না, তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল। যা নিয়েও পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্র।’(সূত্র: ইন্ডিয়া টাইমস, হিন্দুস্তান টাইমস)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.