তালেবানের সঙ্গে তুমুল বন্দুকযুদ্ধ, নিহত-৪ পাক সেনা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানি তালেবানের সঙ্গে গুলিবিনিময় হয়েছে পাক সেনাদের। এতে দেশটির চার সেনা নিহত হয়েছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে। এই মাসের শুরুতে দেশটির সেনাবাহিনী ও তালেবানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির পর এটি  প্রাণঘাতী সংঘর্ষ।
পাক সেনাবাহিনী আজ শুক্রবার (৩১ ডিসেম্বর) বলেন, আফগানিস্তানের কাছে সাবেক শক্তঘাঁটির দুই আস্তানায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। বিবৃতিতে বলা হয়েছে, প্রথম অভিযান উত্তর-পশ্চিমাঞ্চলীয় ট্যাংক জেলায় চালানো হয়। সেখানে দুই সেনা নিহত হয়।
আরেক অভিযান দেশটির উত্তর ওয়াজিরিস্তান জেলায় চালানো হয়েছে। সেখানে এক যোদ্ধাকে আটক করা হয়।
উত্তর ওয়াজিরিস্তানের মির আলি শহরে সন্দেহভাজন আস্তানায় নিরাপত্তা বাহিনী অভিযান চালায়, সেখানে তীব্র গোলাগুলি বিনিময়ে সেনারা নিহত হন। বিবৃতিতে বলা হয়েছে, অভিযানে এক ‘সন্ত্রাসী’কে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে আরো বলা হয়েছে, দুই অভিযানেই সেনারা প্রচুর অস্ত্র উদ্ধার করেছে। (সূত্র: আল জাজিরা) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.