তালেবানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে নারীদের কর্মসংস্থান ও শিক্ষার ওপর নিষেধাজ্ঞা আরোপের জবাবে তালেবানের বিরুদ্ধে নতুন করে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করেন।
তিনি জানান, বেসরকারি নিরাপত্তা গ্রুপের সদস্যসহ আফগানিস্তানে নারী ও মেয়েদের নিপীড়নের জন্য দায়ী বা জড়িত ব্যক্তিরা এ নিষেধাজ্ঞার আওতায় পড়বে।
ব্লিংকেন বলেন, নিপীড়ন ও দমনমূলক কর্মকাণ্ডের মধ্যে রয়েছে ‘বিশ্ববিদ্যালয় এবং এনজিও’র সঙ্গে কাজ করা থেকে নারীদের নিষিদ্ধ করার তালেবানের সিদ্ধান্ত।’
মার্কিন পরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এক্ষেত্রে ওয়াশিংটন মিত্র দেশগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ চালিয়ে যাবে।
তালেবান ফের ক্ষমতায় ফিরে আসার পর থেকে তারা আফগান নারীদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে। এমন সিদ্ধান্তের আওতায় তাদেরকে সরকারি চাকরি, মাধ্যমিক স্কুল এবং বিশ্ববিদ্যালয়ে পড়া বা পার্কে যাওয়া নিষিদ্ধ করা হয়।
ডিসেম্বরের শেষে এনজিওগুলোকে নারীদের সাথে কাজ করা নিষিদ্ধ করে তালেবান। যার ফলে শীর্ষ স্থানীয় বেশ কয়েকটি সংস্থা আফগানিস্তানে তাদের কার্যক্রম স্থগিত করে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.