তারেক রহমান দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী : মির্জা ফখরুল

ঢাকা প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর কাকরাইলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় সম্মেলনে যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি।
স্লোগানের রাজনীতি বাদ দেয়ার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, ‘তারেক রহমানই আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। তার স্ত্রী একজন প্রখ্যাত চিকিৎসক। তাই চিকিৎসা খাতে তিনি (তারেক রহমান) বেশি গুরুত্ব দেবেন। কারণ, ১৮ কোটি মানুষের স্বাস্থ্যসেবা বিশাল একটা দায়িত্ব।’
নিজের বাবার চিকিৎসার কথা উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, তখন একজন চিকিৎসককে বলেছিলাম আমাদের ভারতে আসতে হয় কেন? আপনাদের চিকিৎসকের মান কি আমাদের চেয়ে বেশি? উত্তরে তিনি বলছিলেন— কোনোমতেই না, আপনাদের চিকিৎসকের মান আমাদের সমান তো বটেই; কোনো কোনো ক্ষেত্রে আমাদের চেয়ে বেশি। সমস্যাটা সিস্টেমে, যার ফলে আপনাদের চিকিৎসকরা নিজেদের কাজ ঠিকভাবে করতে পারে না।
ভবিষ্যতে যে চিকিৎসক তৈরি করবেন সেই চিকিৎসকেরা সত্যিকার অর্থেই যেন দেশের জন্য কাজ করে ড্যাব নেতাদের প্রতি এ আহ্বান জানান মির্জা ফখরুল।
তিনি বলেন, শুধু রাজনৈতিক মত থাকার কারণে অনেক চিকিৎসককে জেলে দেয়া হয়েছিল। আমাদের দেশে যে পারস্পরিক হিংসা-জিঘাংসার মাধ্যমে আমরা যে কালচার তৈরি করেছি তা আমাদের ধ্বংস করে দিয়েছে।
ওষুধ নীতির সমালোচনা করে বিএনপির মহাসচিব অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের ভুল নীতির কারণেই ধ্বংসের মুখে দেশের ওষুধ শিল্প।
তিনি আরও বলেন, ‘দেশে শুধু ভোটের অধিকার নয়, স্বাস্থের অধিকার, ভাতের অধিকার, বেঁচে থাকার অধিকারসহ সবকিছু নিশ্চিত করতে হবে।’
জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান মির্জা ফখরুল।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. রাজু আহমেদ। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.