বিশেষ প্রতিনিধি: দীর্ঘ ১৭ বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফেরার পর আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) বাবা ও দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ের ১৯ নম্বর রোডে তার বর্তমান বাসভবনের সামনে সতর্ক অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলাবাহিনী। তাকে বহন করার জন্য একটি বিশেষ নিরাপত্তা সংবলিত বাস ইতোমধ্যে বাসার সামনে প্রস্তুত করা হয়েছে।
বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজের লাইভে দেখা যায়, জুমার নামাজের পর থেকেই গুলশানে তার বাসার সামনে নিরাপত্তা ব্যবস্থা নজিরবিহীনভাবে জোরদার করা হয়েছে। তারেক রহমানের নিরাপত্তা ও যাতায়াত নির্বিঘ্ন করতে সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য সতর্ক অবস্থানে রয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান গুলশানের বাসভবন থেকে শেরেবাংলা নগরে তার বাবা ও দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির উদ্দেশে রওনা করবেন। সেখানে মাজার জিয়ারত ও ফাতেহা পাঠ শেষে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে যাবেন।
গতকাল বৃহস্পতিবার দেশে ফেরার পর থেকেই তারেক রহমানের নিরাপত্তা নিয়ে প্রশাসন অত্যন্ত সচেতন।
বিমানবন্দর থেকে গণসংবর্ধনাস্থল এবং পরবর্তীতে হাসপাতাল হয়ে বাসভবন পর্যন্ত সর্বত্রই কড়া নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছিল। তারেক রহমানকে বহনের জন্য বিশেষ বুলেট প্রুফ বাস ব্যবস্থা করা হয়েছে। আজকের কর্মসূচিগুলোতেও সেই ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #















