BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর পথে পথে লাখ লাখ মানুষ

দেশে নেমেই খালি পায়ে মাটি ছুঁলেন তারেক রহমান

বিশেষ প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে গণসংবর্ধনার অনুষ্ঠানস্থল বসুন্ধরা স্মার্ট সিটির পাশে ৩০০ ফুট এলাকা ঘিরে লাখ লাখ মানুষের ঢল নেমেছে।

বৃহস্পতিবার দুপুরে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে সড়ক ও তার আশপাশের এলাকায় এমন চিত্র দেখা যায়, মঞ্চের সামনে এবং আশপাশে কোনো জায়গা নেই দাঁড়ানোর।

সকালের আলো ফোটার পর থেকেই হেঁটে হেঁটে ও খণ্ড খণ্ড মিছিল নিয়ে গণসংবর্ধনাস্থলে আসেন দলের নেতাকর্মীরা।

সরেজমিনে দেখা যায়, গণসংবর্ধনার অনুষ্ঠানস্থলের মঞ্চ প্রস্তুত।

মঞ্চে রয়েছে ১৯টি চেয়ার। মঞ্চের চারপাশে রয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

দীর্ঘ ১৭ বছর পর আজ দুপুরে বাংলাদেশে এলেন তারেক রহমান। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি গণসংবর্ধনা মঞ্চে আসছেন তারেক রহমান।

রাজধানীর কুড়িলের সড়ক থেকে শুরু করে ৩০০ ফিট সড়কে গণসংবর্ধনা মঞ্চের পরবর্তী অংশ পর্যন্ত রাস্তার দুই পাশে তারেক রহমানকে বাংলাদেশে স্বাগত জানিয়ে লাগানো হয়েছে বিভিন্ন রঙের ব্যানার-ফেস্টুন।

নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে পুরো এলাকা উৎসব মুখর হয়ে উঠেছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ