তারেক রহমানের জন্মদিনে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা ও দোয়া

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:  বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জন্মদিনে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা ও দোয়া মাহফিল হয়েছে।

আজ বুধবার সকালে জেলা যুবদলের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান অনু। বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুস সালাম তালুকদার, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক গোলাম মর্ত্তুজা, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক এ এইচ এম এম জামাল বাচ্চু, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ছাত্রদল শাখার সাধারণ সম্পাদক ফুয়াদ হাসান, শ্রমিকদল নেতা আব্দুস সালামসহ অন্যরা। এসময় জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম সাধারণ সম্পাদক জামিউল হক সোহেল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়াকিলুর রহমান, যুবদল নেতা সাগর, শামিম, আব্দুল হাইসহ জেলা-উপজেলা-পৌর যুবদল ও অংগ সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.