তারুণ্যের উৎসব উপলক্ষে ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক: তারুণ্যেও উৎসব উদযাপনের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন ও খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে।
প্রতিযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৬টি বিদ্যালযের প্রায় ৮৪ জন বালক বালিকা অংশ গ্রহন করে।
মঙ্গলবার (১৮ ফ্রেরুয়ারী) সকালে ভলিবল বালক ইভেন্টে নয়গলা উচ্চ বিদ্যালয় ৩-২ সেটে নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিযন হয়েছে।
অন্য দিকে বালিকা ইভেন্টে কামাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ৩-১ সেটে নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ব্যাডমিন্টন বালিকা বিভাগে নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় ৩১-১৭ পযেন্টে কামাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়কে ও বালক বিভাগে নবাবগঞ্জ টাউন হাই স্কুল ২১-১২ পয়েন্টে কামাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার বেলুন ফেষ্টুন উড়িয়ে উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আনিসুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার। এসময় উভয় দলের খেলোয়াড় ও কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.