নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ উদ্যোগে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে দিনব্যাপী অনুর্ধ্ব-১৪ বালক বালিকাদের এ্যাথলেটিকস প্রতিযোগিতা ও মাসব্যাপী প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন অনুষ্টিত হয়।
বুধবার (১০ ডিসেম্বর) ১০০মিটার দৌড়ে ফিডলাইট ফুটবল একাডেমীর দেবকুমার, ২০০ মিটার দৌড়ে লোকনাথ উচ্চ বিদ্যালয়ের মোঃ আরিফ, ৪০০ মিটার দৌড়ে দামকুহাটের মোঃ মহিম হোসেন, ধীর্ঘ লাফে ফিডলাইট ফুটবল একাডেমীর শ্রী দেবকুমার, উচ্চ লাফে একুই স্কুলের শ্রী দেবকুমার, গোলক নিক্ষেপে পোস্টাল কমপ্লেক্সের মোঃ নাদিম, চাকতি নিক্ষেপে শিশু বিকাশ কেন্দ্রের শিমসন ও মোরগ লড়াইয়ে স্যাটেলাইট হাই স্কুলের মোস্তফা প্রথম স্থান অধিকার করে।
উদ্বোধন ও খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহিনুল হাসান।
এর আগে তিনি অংশ গ্রহনকারী বালক বালিকাদের খেলার নিয়ম নীতি ও দীর্ঘপথ চলার বিষয়টি তুলে ধরে বলেন ভালোকে ভালো, মন্দকে মন্দ, খারাপকে খারাপ, ভুলকে ভুল বলতে হবে তবেই একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠা যাবে।
এ সময় ক্রীড়া পরিদপ্তরের সাবেক উপ-পরিচালক আখতারুজ্জামান রেজা তালুকদার. এ্যাডহক কমিটির সদস্য মোঃ তৌফিকুর রহমান রতন, মেহেদী হাসান পুলক, সংগঠক মোঃ সাইফুল আজিজ. সৈয়দ আনিসুর রহমান শিমুল, লোকনাথ উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মোঃ জাফর ও শারীরিক শিক্ষা কলেজের শিক্ষক মোঃ হাবিবসহ অন্যর্যা উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #

















