নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা ক্রীড়া অফিসের উদ্দ্যোগে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম সভাকক্ষে তারুণ্যেও উৎসব উপলক্ষে মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে সাঁতার ও এ্যাথলেটিকস প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।
জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মির্জা ইমাম উদ্দিন।
এর আগে তিনি বলেন খেলাধুলার বিকল্প নাই। খেলাধুলা করলে মন ও শরীল ভালো থাকে।
আর মন ও শরীল ভালো থাকলে সকল বিষয়ে প্রশিক্ষন নেয়া যায়। প্রশিক্ষন নিলে একজন ভালো খেলোয়াড় হিসেবে নিজেকে গড়ে তুলা যায়।
এ সময় জেলা ফুটবল এসোেিসশনের সাধারণ সম্পাদক মোঃ তৌফিকুর রহমান রতন, কোষাধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, সদস্য মোঃ সাইফুল ইসলাম কালু, সাঁতার প্রশিক্ষক মোঃ আব্দুর রউফ রিপনসহ অন্য প্রশিক্ষক ও কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধিজি, এম হাসান-ই–সালাম (বাবুল) রাজশাহী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.