নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ উদ্দ্যেগে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে দিনব্যাপী অনুর্ধ্ব-১৬ বালিকা কাবাডি প্রতিযোগিতা অনুষ্টিত হয়। এই প্রতিযোগিতায় ৬টি নারী স্কুল অংশ গ্রহন করে।
অংশ গ্রহনকারী স্কুল গুলো যথাক্রমে মহিলা স্পোর্টিং একাডেমী, পবা কাবাডি একাডেমী, হাটগাঙ্গপাড়া উচ্চ বিদ্যালয়, রাজশাহী বহুমুখি বালিকা উচ্চ বিদ্যালয়, হামিদপুর নওয়দাপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় ও নওহাটা বালিকা উচ্চ বিদ্যালয়।
খেলায় মহিলা স্পোর্টিং একাডেমী ২৫-১৫ পয়েন্টে পবা কাবাডি একাডেমীকে হারিয়ে চ্যাম্পিযন হয়। এই
প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাঃ সবুর আলী।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে টুফি তুলে দেন ক্রীড়া পরিদপ্তরের সাবেক উপ-পরিচালক মোঃ আখতারুজ্জামান রেজা তালুকদার।
এ সময় জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, জাতীয় ক্রীড়া পরিষদের সংযুক্ত কমৃকর্তা মোবারক হোসেন, এডহক কিমিটির সদস্য মেহেদী হাসান পুলক, শামীম হোসেন, শারীরিক শিক্ষা কলেজের শিক্ষক মোঃ হাবিব ও লোকনাথ উচ্চ্ বিদ্যালয়ের শরীর চর্চ শিক্ষক মোঃ জাফরসহ অন্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই–সালাম (বাবুল) রাজশাহী। #















