তামিল নাড়ুতে নদীতে গোসলে গিয়ে একই পরিবারের ৭ জনের মৃত্যু

বিটিসি আন্তর্জাতিক ডেস্কভারতের তামিল নাড়ুতে নদীতে ডুবে তিন শিশুসহ একই পরিবারের সাত জন নিহত হয়েছে। স্থানীয় সময় গতকাল রবিবার (০৫ জুন) এই দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, তামিল নাড়ুর কুদ্দালোর জেলা গেদিলাম নদীতে গোসল করতে  গেলে চোরাবালিতে পড়ে একই পরিবারের সাত জনের মৃত্যু হয়।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একটি টুইট বার্তায় তিনি বলেন, তামিলনাড়ুর কুড্ডালোরে তরুণদের মৃত্যুর ঘটনায় আমি দুঃখ প্রকাশ করছি। স্বজন হারানো পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
তামিল নাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারকে পাঁচ লাখ রুপি প্রদানের ঘোষণাও দিয়েছেন এম কে স্ট্যালিন। (সূত্র: এনডিটিভি)। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.