তামিল নাড়ুতে আতশবাজির কারখানায় বিস্ফোরণ, নিহত-৭, দগ্ধ আরও-৪

(আতশবাজির কারখানায় বিস্ফোরণ–ছবি: সংগৃহীত)

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতের তামিল নাড়ুর একটি আতশবাজির কারখানায় শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে ৭ শ্রমিক নিহত হয়েছেন। আজ শুক্রবার (০৪ সেপ্টেম্বর) এ দুর্ঘটনায় দগ্ধ হয়েছেন আরও ৪ জন।

বিস্ফোরণে কারণে ভবনটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহতদের পরিবারের কান্নায় ভারী হয়ে উঠেছে আশপাশ।

ঘটনাস্থলে পরিদর্শনে আসা এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বিস্ফোরণের পরপরই ছুটে এসেছেন দমকল কর্মীরা। বেশ কয়েকজন মারা গেছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।

তবে আতশবাজির কারখানায় কেন বিস্ফোরণ ঘটলো তার কারণ জানাতে পারেনি পুলিশ। দুর্ঘটনা এড়াতে কারখানার আশপাশ থেকে সরিয়ে নেয়া হয়েছে সাধারণ মানুষকে।

কারখানায় বিস্ফোরণ এমন সময় ঘটলো যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার করোনা মহামারির মধ্যে দেশটির সব কল-কারখানা খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.