বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতের তামিলনাড়ুতে একটি বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক শিশুসহ ৬ জনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে তামিলনাড়ুর দিন্দিগুল শহরের ত্রিচি রোডে অবস্থিত সিটি হাসপাতালে এ ঘটনা ঘটে।
উদ্ধারকাজ চলাকালে হাসপাতালের লিফটে এক শিশুসহ ৬ জনকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাদের উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
জানা যায়, ধোঁয়ার কারণে নিশ্বাস বন্ধ হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। তবে এরই মধ্যে সেই হাসপাতাল থেকে ৩০ জন রোগীকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয় দমকল বাহিনী। উদ্ধার হওয়া রোগীদের সেখান থেকে নিয়ে গিয়ে সরকারি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় দিন্দিগুলের জেলা প্রশাসক এমএন পুঙ্গোডি বার্তাসংস্থা এএনআই-কে বলেন, যে হাসপাতালে আগুন লেগেছিল, সেখান থেকে রোগীদের উদ্ধার করে অন্য সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই অগ্নিকাণ্ড শর্টসার্কিটের কারণে হয়ে থাকতে পারে।
এর আগে গত নভেম্বর মাসে উত্তর প্রদেশের ঝাঁসির মহারানি লক্ষ্মীবাঈ মেডিক্যাল কলেজের নবজাতকদের জন্য নির্ধারিত আইসিইউ বিভাগে আগুন লেগেছিল। সেই আগুনে অন্তত ১১ জন নবজাতকের মৃত্যু হয়েছিল। এছাড়াও ১৬ জন এই অগ্নিকাণ্ডে আহত হয়েছিলেন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.