তানোরে ভোটকেন্দ্রে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৪

নিজস্ব প্রতিবেদকআজ রবিবার দুপুরে রাজশাহীর তানোর উপজেলার গাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ৪জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রাজশাহী পুলিশ সুপার শহিদুল ইসলাম বিটিসি নিউজকে জানান, এটা নির্বাচনী সংঘর্ষ নয়। পারিবারিক কলোহের জের ধরে এ ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি আমানুল্লাহ আমান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.