তানোরে নৌকার প্রচারনায় জনতার ঢল

নিজস্ব প্রতিবেদকনৌকার বিজয় নিশ্চিত করনে গোদাগাড়ীতে যুবলীগের বর্ধিতসভা আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করনে গোদাগাড়ীতে যুবলীগের নেতা-কর্মীরা বর্ধিত সভা করেছে।

আজ শনিবার সকাল ১১ টার দিকে উপজেলার সাফিনা পার্ক প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। গোদাগাড়ী উপজেলা যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগ সভাপতি ও রাজশাহী-১(তানোর-গোদাগাড়ীর) আসনের সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি বদিউজ্জামান,সম্পাদক আব্দুর রশিদ, জেলা যুবলীগ সহ-সভাপতি ও তানোর-গোদাগাড়ীর দ্বায়িত্ব প্রাপ্ত নেতা মোজাহিদ হোসেন মানিক,জেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক তানোর-গোদাগাড়ীর দায়িত্ব প্রাপ্ত নেতা ওয়াসিম রেজা লিটন।

এ ছাড়াও এসময় অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সহ- সাংগঠনিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাবেক যুগ্ম আহবায়ক শরিফ তুহিন জেলা যুবলীগ সহ- সাংগঠনিক বিষয়ক সম্পাদক সেলিম জাহাঙ্গীর, গোদাগাড়ী উপজেলা যুবলীগ সাবেক সভাপতি শফিকুল সরকার,কাকন হাট পৌরসভার মেয়র আব্দুল মজিদসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগ সভাপতি আবু সালেহ,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগ সম্পাদক( ভারপ্রাপ্ত) আলী আজম সেন্টু। সভা সঞ্চালনা করেন উপজেলা যুবলীগ সম্পাদক মাসুদ পারভেজ বিপ্লব।জেলা যুবলীগের প্রয়াত সম্পাদক এএইচএম খালেদ ওয়াশী কেটুর আত্নার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের মধ্য দিয়ে আলোচনা সভা শেষ করা হয়।

সংবাদ প্রেরক মোঃ রবিউল ইসলাম।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.