নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোর উপজেলার তালন্দ এলাকায় অধ্যাপক মুজিবুর রহমানের নির্বাচনী প্রচারণা তুঙ্গে। রবিবার ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের সমর্থনে আয়োজিত এক বিশাল গণসংযোগে অংশ নেন খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন এবং অন্যান্য ইসলামি দলের নেতৃবৃন্দ।
সরেজমিনে দেখা যায়, তালন্দের বিভিন্ন রাস্তায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। প্রার্থী অধ্যাপক মুজিব ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে এলাকার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন।
গণসংযোগ সম্পর্কে মাওলানা রুহুল আমীন জানান, আলহামদুলিল্লাহ, আমরা জনগণের কাছ থেকে অভাবনীয় সাড়া পাচ্ছি। ইসলামি মূল্যবোধ ও উন্নয়নের।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

















