তানজিমের জোড়া উইকেটে বাংলাদেশের উড়ন্ত শুরু

বিটিসি স্পোর্টস ডেস্ক: নিয়মিত পেসার ইবাদত হোসেন চোটে কপাল খোলে তানজিম হাসান সাকিবের। প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেলেও টিম কম্বিনেশনের মারপ্যাচে কোনো ম্যাচে খেলার সুযোগ পাননি তিনি। অবশেষে ভারতের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচে দুর্দান্ত শুরু করলেন এই তরুণ পেসার। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার পর তিলক বার্মাকে ফিরিয়ে বাংলাদেশকে দারুণ শুরু দিয়েছেন সাকিব।
অভিষেকে রোহিতকে ফেরালেন তানজিম
বাংলাদেশের দেওয়া ২৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়েছে ভারত। বোলিং ইনিংসের শুরুটা করেন অভিষিক্ত তানজিম হাসান সাকিব। আর নিজের অভিষেক ম্যাচেই প্রথম শিকার বানান ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে। নিজের প্রথম ওভারের দ্বিতীয় বলেই ভারতীয় তারকার উইকেট তুলে নেন তানজিম। রানের খাতাও খুলতে পারেননি রোহিত।
ভারতকে ২৬৬ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
ভারতের বিপক্ষে টপ অর্ডাররা যেখানে ব্যর্থ সেখানেই ব্যাট হাতে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন লোয়ার অর্ডার ব্যাটাররা। সাকিব-হৃদয়ের দাপুটে ব্যাটিংয়ের পর শেষদিকে নাসুম-মেহেদীর ব্যাটে ভারতকে ২৬৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ।
ফিরলেন হৃদয়, শেষের তাড়াহুড়ো বাংলাদেশের
সাকিব আল হাসান ও তাওহিদ হৃদয় মিলে বাংলাদেশকে টানছিলেন দারুণভাবে। কিন্তু এই জুটি শেষ হওয়ার ফের পথ হারাল বাংলাদেশ। প্রথমে সাকিব বিদায় নিলেন। এরপর ফিফটি ছুঁয়ে সাজঘরে হাঁটলেন হৃদয়। মাঝে শামীম হোসেনকে ফেরালেন জাদেজা। উইকেটে যেন বেশ তাড়াহুড়ো বাংলাদেশের। একের পর একে ব্যাটারদের বিদায়ে শেষের পথে বাংলাদেশ।
সাকিবের বিদায়ে ফের এলোমেলো বাংলাদেশ
দলীয় ৫৯ রানে চার উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশকে টেনে তোলার দায়িত্বটা নিয়েছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। তার সঙ্গী হয়েছিলেন তাওহিদ হৃদয়। এই দুইজনের ব্যাটে বড় সংগ্রহের স্বপ্ন দেখছিল বাংলাদেশ। তবে দলীয় ১৬০ রানের মাথায় সেঞ্চুরির আক্ষেপ নিয়ে সাকিবের বিদায়ে ফের ধাক্কা খায় বাংলাদেশ। সাকিবের বিদায়ের পর ফিরে যান শামীম পাটোয়ারি।
সাকিবের ফিফটিতে একশ ছাড়িয়ে ছুটছে বাংলাদেশ
এশিয়া কাপে আর প্রাপ্তির তেমন কিছুই নেই বাংলাদেশের। এরইমধ্যে শিরোপার দৌড় থেকে ছিটকে গেছে বাংলাদেশ। নিয়মরক্ষার ম্যাচে ভারতের বিপক্ষে লড়ছে সাকিব আল হাসানের দল। টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় দলীয় একশ রানের আগেই চার উইকেট হারিয়েছে বাংলাদেশ। স্বস্তির খবর, অধিনায়ক সাকিব ও তাওহিদ হৃদয় চাপ সামলে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন। ৬৫ বলে ফিফটি পূরণ করেছে অধিনায়ক সাকিব। তাকে বেশ ভালোভাবেই সঙ্গ দিচ্ছেন তাওহিদ হৃদয়।
মিরাজের বিদায়ে চাপ বাড়ল বাংলাদেশের
এবারের এশিয়া কাপে বাংলাদেশ দলের দুশ্চিন্তার অন্যতম কারণ ব্যাটারদের ব্যর্থতা। বোলাররা কিছুটা সফলতার মুখ দেখলেও পুরো আসরজুড়ে ব্যাটাররা ছিলেন নিষ্প্রভ। ভারতের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচেও সেই ধারাবাহিকতা অব্যাহত। দ্রুতই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। এরপর অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে চাপ কাটানোর দায়িত্ব নেন মেহেদী মিরাজ। যদিও তাদের প্রতিরোধ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ব্যক্তিগত ১৩ রানে মিরাজের বিদায়ে চাপ বেড়েছে বাংলাদেশের।
শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ
চলতি এশিয়া কাপে শিরোপার দৌড় থেকে আগেই ছিটকে গেছে বাংলাদেশ। স্বস্তির জয়ের খোঁজে হট ফেবারিট ভারতের বিপক্ষে লড়ছে সাকিবের দল। নিয়মরক্ষার এই ম্যাচেও স্বস্তি নেই বাংলাদেশ শিবিরে। লিটন-তামিমের পর এবার বিজয়ের উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ। দশ মাস পর ওয়ানডেতে ফিরে ১১ বলে ৪ রানের বেশি করতে পারেননি বিজয়।
শুরুতেই জোড়া উইকেট নেই বাংলাদেশের
এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচে মাঠে নেমেও স্বস্তিতে নেই বাংলাদেশ। কলম্বোতে আগে ব্যাট করতে নেমে এরই মধ্যে জোড়া উইকেট হারিয়েছে বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারেই বিদায় নিয়েছেন মোহাম্মদ শামির বলে বোল্ড হয়েছেন লিটন দাস (০)।
এরপর আউট হয়েছেন তানজিদ হাসান তামিম। ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে তামিম থেমেছেন ১৩ রানে। শার্দুলের ক্রস সিম ডেলিভারিতে ইনসাইড-এজে বোল্ড হয়েছেন তানজিদ। দলীয় ১৫ রানে দুই ওপেনারকে হারিয়ে চাপে বাংলাদেশ।
একাদশে পরিবর্তনের ছড়াছড়ি
আজকের ম্যাচে বাংলাদেশ ও ভারত দুদলের একাদশেই পরিবর্তনের ছড়াছড়ি। বাংলাদেশের হয়ে আজ আন্তর্জাতিক অভিষেক হয়েছে পেসার তানজিম হাসান সাকিবের। মুশফিকের বদলে এসেছেন এনামুল হক বিজয়। এ ছাড়া তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং হাসান মাহমুদকে বিশ্রামে রেখেছে বাংলাদেশ। সুযোগ দেওয়া হয়েছে শেখ মেহেদী হাসান ও মুস্তাফিজুর রহমানকে।
অন্যদিকে ফাইনালে আগে এই ম্যাচে শেষ কয়েকজনকে বিশ্রামে রেখেছে ভারত। তারা একাদশে এনেছে পাঁচ পরিবর্তন। বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, বুমরাহদের বিশ্রাম দিয়েছে ভারত। ভারতের জার্সিতে আজ অভিষেক হয়েছে তিলক ভার্মার।
বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান, লিটন দাস, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, এনামুল হক, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ ও তানজিম হাসান।
ভারত একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, লোকেশ রাহুল, ইশান কিষান, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি ও প্রসিদ্ধ কৃঞ্চা।
টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
শেষ ভালো যার, সব ভালো তার—এই বাক্যকে মূল মন্ত্র করে এশিয়া কাপে আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে এটাই বাংলাদেশের শেষ ম্যাচ যা কাগজে-কলমে এই ম্যাচ স্রেফ নিয়ম রক্ষার। তবে, শুধু নিয়মরক্ষার হলেও শেষটা জয়ে রাঙিয়ে দেশে ফিরতে মুখিয়ে আছে সাকিব আল হাসানের দল। কলম্বোর প্রেমাদাসায় ম্যাচটিতে ভারতের বিপক্ষে টসে হেরে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.