তাজিকিস্তানে ১৪৩ আফগান পাইলট গ্রেফতার

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: তালেবান ক্ষমতায় আসার পর পালিয়ে যাওয়া আফগানিস্তানের ১৪৩ জন পাইলটকে গ্রেফতার করেছে তাজিকিস্তান। এসব পাইলট গত আগস্টে তালেবানের ভয়ে আফগানিস্তান থেকে পালিয়ে প্রতিবেশী তাজিকিস্তানে আশ্রয় নিয়েছিল। 
তাদের আশঙ্কা ছিল তালেবান ক্ষমতা নেয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ গ্রহণকারী পাইলটদের ওপর প্রতিশোধ নেবে। এসব পাইলট ১৬টি যুদ্ধবিমান তাদের সঙ্গে নিয়ে যান।
তাজিক সরকার বলেছে, রাজধানী দোশাম্বের অদূরে পার্বত্য অঞ্চলের একটি স্বাস্থ্যকেন্দ্র থেকে পাইলটদেরকে আটক করা হয়েছে। তাদেরকে আমেরিকায় পাঠানো হবে।
তবে একজন পাইলট বলেছেন, তাদেরকে কোথায় পাঠানো হবে সেবিষয়ে তারা নিশ্চিত নন। তারা উদ্বেগের মধ্যে আছেন।
আফগানিস্তানের প্রতিবেশী দেশ তাজিকিস্তানে বহু আফগান শরণার্থী রয়েছেন। তাজিক সরকারের দাবি তারা গত ১৫ বছরে ১৫ হাজার আফগানকে আশ্রয় দিয়েছে। (সূত্র: ভয়েজ অব ইন্দোনেশিয়ার)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.