তাজমহল সংক্রান্ত মামলায় বিজেপির আবেদন খারিজ

কলকাতা (ভারত) প্রতিনিধি: তাজমহলের ২২টি ঘড় বহু বছর ধরে বন্ধ থাকায় সেগুলো খুলে জনসমক্ষে আনা হউক এবং দেশের পুরাত্ত্ব সার্বেক্ষণকে দায়িত্ব দেওয়া হোক সে-ঘড়গুলোতে কি আছে বা কেনই বা দীর্ঘ বছর ধরে বন্ধ।
তাদের আরও দাবি সম্ভবত সেই বন্ধ ঘড়ে হিন্দু দেবদেবীর মূর্তিও থাকতে পারে কি না তাও দেখা হোক।
এই আবেদন শোনার পরেই উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ আবেদনকারিদের আইনজীবীকে তীব্র ভৎর্সনা করেন।
বিচারপতিরা তাঁদের পর্যবেক্ষণে জানান,” উচ্চ শিক্ষার গবেষণা করতে গিয়ে যদি আপনাকে কেউ বাধা দেয় তবে আমার কাছে আসুন।পড়াশোনা করার জন্য আপনি ঘর খুলে দেখতে পারেন।
জনসমক্ষে আনার জন্য নয়।কা তো আপনি বলবেন বিচারপতিদের চেম্বারে কি আছে ঢুকতে দেওয়া হোক। তাজমহল সংক্রান্ত ঐতিহাসিক ব্যাখ্যা শোনারগ আমাদের এক্তিয়ারে পরে না বা এই সংক্রান্ত কোনও নির্দেশও আমরা দিতে পারি না। এসব আলোচনা ড্রয়িং রুমে হতে পারে, আদালতে নয়”। দয়া করে জনস্বার্থে আবেদনের ব্যবস্থা নিয়ে ঠাট্টা তামাশা করবেন না।
এব্যাপারে এ এস আই-র পর্যবেক্ষণ হলো,তাজমহলের কোন অংশ খোলা হবে,কোন অংশ বন্ধ রাখা উচিত তা নিয়ে সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে। তাই এবিষয় নিয়ে অহেতুক কাল্পনিক আবেদনের কোনও বাস্তবতা নেই।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.