তাইওয়ানে যাত্রীবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে, আহত ১২৬
বিটিসি নিউজ ডেস্ক: আজ রোববার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে তাইওয়ানে যাত্রীবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন শতাধিক। এছাড়া ৩০ থেকে ৪০ জন যাত্রী দুর্ঘটনাকবলিত ট্রেনের নিচে আটকা পড়ার খবর জানা গেছে। আহতদের নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।
কর্তৃপক্ষ জনিয়েছে, ‘পুয়ুমা এক্সপ্রেস ৬৪৩২’ ট্রেনটি ইয়ালিন কাউন্টির দংশান ও সুজিন স্টেশনের মধ্যবর্তী স্থানে লাইনচ্যুত হলে এতো সংখ্যক মানুষ হতাহত হন। শেষ খবর পর্যন্ত ১৭ জন নিহত ও ১২৬ জন আহতের তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া দুর্ঘটনাকবলিত ট্রেনের ছবিতে দেখা যায়, উচ্চগতির ট্রেনটির আটটি বগির মধ্যে পাঁচটিই ট্র্যাক থেকে সম্পূর্ণ সরে গেছে।
এরইমধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন শতাধিক মেডিকেল ও ফায়ার কর্মী। উদ্ধারকাজে যোগ দিয়েছেন সেনাবাহিনীর শতাধিক সদস্য।
সাড়ে তিনশ’র বেশি যাত্রী বহনকারী ট্রেনটির দুর্ঘটনার কারণ প্রাথমিকভাবে জানা না গেলেও প্রত্যক্ষদর্শীরা বিকট আওয়াজ শোনার কথা জানিয়েছেন।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.