তাইওয়ানের আকাশসীমায় চীনা যুদ্ধবিমান

(তাইওয়ানের আকাশসীমায় চীনা যুদ্ধবিমান)
বিটিসি আন্তর্জাতিক ডেস্কতাইওয়ানের আকাশসীমায় আরও যুদ্ধবিমান পাঠিয়েছে চীন। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে তাইওয়ান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যদি চীন আক্রমণ করে তাহলে এই দ্বীপটি যুদ্ধে জড়াবে এবং এর শেষ পর্যন্ত চালিয়ে যাবে।
দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, দ্বীপটিতে নিজেদের কর্তৃত্ব স্থাপনের চেষ্টায় সম্প্রতি সামরিক পদক্ষেপ জোরদার করেছে বেইজিং। গত কয়েক মাস ধরে প্রায় প্রতিদিনই তাইওয়ানের আকাশসীমায় যুদ্ধবিমানের মহড়া দিচ্ছে চীনারা।

গত সোমবারও চীনের একদল যুদ্ধবিমানবাহী জাহাজ দ্বীপটির কাছে মহড়া দিয়েছে বলে জানিয়েছে বেইজিং।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এদিন চীনের ১২টি যুদ্ধবিমান তাদের আকাশসীমায় অনুপ্রবেশ করেছে। একই সময় একটি সাবমেরিনবিধ্বংসী উড়োজাহাজ গেছে তাইওয়ান-ফিলিপাইনের মধ্যবর্তী বাশি চ্যানেলের ওপর দিয়ে।এসব যুদ্ধবিমানকে সতর্কতা সংকেত পাঠানো হয়েছে তাইপের পক্ষ থেকে।  #

Comments are closed, but trackbacks and pingbacks are open.