তাইওয়ান প্রণালিতে ফের চীনের বিমানবাহী রণতরি

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ফের তাইওয়ান প্রণালিতে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সেখানে দেখা গেছে চীনের বিমানবাহী রণতরি শানডং। শনিবার দ্বীপটির জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
তাইওয়ানের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা প্রণালির পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বেসামরিক বিমান, নৌবাহিনীর জাহাজ ও ভূমিভিত্তিক ক্ষেপণাস্ত্রব্যবস্থাকে এর প্রতিক্রিয়া দেখানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। চীন স্বায়ত্তশাসিত তাইওয়ানকে নিজ ভূখণ্ড বলে দাবি করে। প্রয়োজনে বলপ্রয়োগে হলেও সেটা দখল করবে বলেও রয়েছে তাদের ঘোষণা।
কিন্তু তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন বরাবরই এই দাবি প্রত্যাখ্যান করে এসেছে। এর ফলে দ্বীপরাষ্ট্রটির চারপাশে আকাশ ও সমদ্রসীমায় অনুপ্রবেশ বাড়িয়েছে বেইজিং। এপ্রিলের শুরুতে দ্বীপটিকে চারদিক থেকে ঘেরাও করতে চেয়েছিল চীন। ঐ মহড়ায় অংশ নিয়েছিল এই বিমানবাহী রণতরি শানডং। তাইওয়ানের প্রেসিডেন্টের যুক্তরাজ্যের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে সাক্ষাতের প্রতিক্রিয়ায় এই মহড়া শুরু হয়েছিল। (সূত্র: আরব নিউজ)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.