বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: তাইওয়ান জানিয়েছে, তাদের পূর্ব উপকূলের কাছে গত মঙ্গলবার তারা দুটি রাশিয়ান যুদ্ধহাজার সনাক্ত করেছে। এর পরিপ্রেক্ষিতে তারা যুদ্ধবিমান পাঠিয়েছে।
আজ বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এক বিবৃতিতে তাইওয়ানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রাণালয় জানিয়েছে, স্থানীয় সময় রাত ১১টা পর্যন্ত রাশিয়ান রণতরীগুলোকে আমাদের পূর্ব উপকূলের জলসীমায় দক্ষিণ থেকে উত্তরে যাত্রা করতে দেখা গেছে।
তাইওয়ানের জলসীমায় রাশিয়ান যুদ্ধজাহাজের উপস্থিতি অস্বাভাবিক ঘটনা বলে প্রতিবেদনে বলা হয়েছে।
তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড হিসেবে মনে করে চীন। দেশটি অঙ্গীকার করেছে, প্রয়োজনে তারা বল প্রয়োগ করে তাইওয়ান দখল করে নেবে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত তাইওয়ানের ভূখণ্ডে বহু চীনা যুদ্ধবিমানের অনুপ্রবেশ করেছে।
অন্যদিকে ইউক্রেনে রাশিয়ান অভিযানের পর থেকে চীন ও রাশিয়ার মধ্যে সম্পর্ক অনেক গভীর হয়েছে। চীন এখন পর্যন্ত রাশিয়ার এ আগ্রাসনের বিরোধিতা করেনি। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.