তাইওয়ানে ৬১ কোটি ৯০ লাখ ডলারের যুদ্ধাস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে ৬১ কোটি ৯০ লাখ ডলার মূল্যের এফ-১৬ ফাইটার জেটের গোলাবারুদ বিক্রি করছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের এক ঘোষণার বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।
পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে, সমরাস্ত্র বিক্রির এ প্যাকেজের মধ্যে রয়েছে ১০০টি এজিএম-৮৮বি হাইস্পিড অ্যান্টিরেডিয়েশন মিসাইল (এইচএআরএম), ২০০টি এআইএম-১২০ সি-৮ অ্যাডভান্সড মিডিয়াম রেঞ্জ এয়ার-টু-এয়ার মিসাইল (এএমআরএএএম), প্রশিক্ষণের জন্য লঞ্চার ও নকল মিসাইল।
পেন্টাগন জানিয়েছে, এ সব সমরাস্ত্র তাইওয়ানের আকাশসীমা প্রতিরক্ষা, আঞ্চলিক নিরাপত্তা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করার জন্য তাইওয়ানের সামরিক সক্ষমতা বাড়াবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.