তাইওয়ানে ঘুড়ি’র উৎসব’র সময় ঘুড়ি’র সঙ্গে উড়ে গেলো ৩ বছর’র শিশু

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: তাইওয়ানের উপকূলবর্তী এলাকা শিনচুতে একটি ঘুড়ি উৎসবের সময় একটি ঘুড়ির সঙ্গে আকাশে উড়ে যায় তিন বছরের একটি কন্যা শিশু। এ ঘটনার পরই সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভয়ঙ্কর এই দৃশ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যায়, লম্বা লেজের কমলা রংয়ের একটি ঘুড়িতে বেঁধে উপরে উঠে যাচ্ছে শিশুটি। আচমকা ওই শিশুকে কয়েক মিটার উড়িয়ে নিয়ে যায় ঘুড়ি। শিশুটি বাতাসে ভাসতে থাকে ৩০ সেকেন্ড।

প্রাণপণ চেষ্টার পর শিশুসহ ঘুড়িটি মাটিতে নামানো সম্ভব হয়। শিশুটিকে নামানোর সঙ্গে সঙ্গেই তার মা ও উৎসব কর্মীরা হাসপাতালে নিয়ে যান। শিশুটি মুখে এবং ঘাড়ে সামান্য আঘাত পেয়েছে। ঘুড়িটির সঙ্গে বাচ্চাটি কিভাবে উড়ে গেলো তা স্পষ্ট নয়। তবে ওই সময় প্রবল বাতাস ছিল।

ফেসবুকে এক বিবৃতিতে, শিনচুর মেয়র লিন চি-চিয়েন এই ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন। এমন দুর্ঘটনা যাতে আবার না ঘটে সে বিষয়ে কঠোর নজরদারি বাড়ানোর কথা জানান তিনি। (সূত্র: সিএনএন)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.