তহবিল আত্মসাতে দোষী সাব্যস্ত, নির্বাচনে অংশ নিতে পারবেন না লি পেন

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপীয় পার্লামেন্টের দেয়া তহবিল আত্মসাতের অভিযোগে ফ্রান্সের ডানপন্থি রাজনীতিবিদ মেরিন লি পেনকে আসন্ন নির্বাচনে অংশ নেয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
সোমবার (৩১ মার্চ) দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত তাকে দোষী সাব্যস্ত করে রায় দেন। আদালত বলেন, ইউরোপীয় পার্লামেন্ট থেকে প্রাপ্ত ৩০ লাখ ইউরো দলীয় কর্মীদের বেতন দিতে ব্যবহার করেন লি পেন।
২০০৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত ইউরোপীয় পার্লামেন্টের তহবিল থেকে প্রায় ৩০ লাখ ইউরো আত্মসাতের অভিযোগে আদালতে বিচারের মুখোমুখি হন ফ্রান্সের ডানপন্থি দল ন্যাশনাল র‌্যালির রাজনীতিবিদ মেরিন লি পেন। তদন্তে উঠে আসে, এই অর্থ দলের কর্মীদের বেতন দিতে ব্যবহার করা হয়েছিল, যা আইনসিদ্ধ নয়।
দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত তাকে দোষী সাব্যস্ত করেন এবং ভবিষ্যতের যেকোনো সরকারি পদে প্রার্থিতার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন।
এই মামলায় লি পেন ছাড়াও আরও ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তারা ইউরোপীয় পার্লামেন্টের দেয়া তহবিলের অপব্যবহার করে দলের স্বার্থে ব্যয় করেছেন বলে আদালতের রায়ে উল্লেখ করা হয়।
ইউরোপীয় পার্লামেন্টের যেসব কর্মীর জন্য এই অর্থ বরাদ্দ করা হয়েছিল, তারা প্রকৃতপক্ষে কোনো কাজ করেননি বলে তদন্তে উঠে আসে। ফলে এটিকে প্রশাসনিক কোনো ভুল নয় বরং পরিকল্পিত দুর্নীতি বলে আদালতের রায়ে জানানো হয়।
এদিকে লি পেন রায় শোনার আগেই আদালতের কক্ষ ত্যাগ করেন এবং বরাবরের মতো এই অভিযোগকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দাবি করেন। তার দলও রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে।
এই রায়ের কারণে ২০২৭ সালে অনুষ্ঠিত হতে যাওয়া ফরাসি প্রেসিডেন্ট নির্বাচনে লি পেনের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।লি পেন এর আগে তিনবার ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং
চতুর্থবারের মতো নির্বাচনে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে আদালতের সাম্প্রতিক রায়ের ফলে তার রাজনৈতিক ক্যারিয়ার নতুন মোড় নিতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ঘটনা ফ্রান্সের রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.