তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল : ধর্ম প্রতিমন্ত্রী


ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল বলেছেন, তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত একদশকে দারিদ্র দূরীকরণ আর উচ্চ জিডিপি প্রবৃদ্ধি অর্জনে আশাতীত সফলতা এসেছে। করোনাকালেও জিডিপির হারে বিশ্বের তৃতীয় আর এশিয়ার প্রথম অবস্থানে আছে বাংলাদেশ। বাংলাদেশ আজ বিশ্বসভায় উন্নয়নের রোল মডেল।
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দৃশ্যমান অগ্রগতি হয়েছে। শেখ হাসিনা টানা একযুগ প্রধানমন্ত্রী থাকায় এসব অর্জন সম্ভব হয়েছে। তিনি জামালপুরের ইসলামপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে পচাবহলা জয়তুন নেছা উচ্চ বিদ্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে এ সব কথা বলেন।
তিনি আরো বলেন-এ দেশ আমার-আপনার সবার। তাই সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় এই দেশ স্বপ্নের ঠিকানাতেই শুধু পৌঁছাবে না, আমরা সেই ঠিকানাও অতিক্রম করছি। শিক্ষা ব্যবস্থায় বাংলাদেশের ব্যবস্থা সারাবিশ্বে প্রসংশনীয়। বিশ্বে কোথাও বিনামূল্যে বই বিতরণ করে না। বছরের প্রথমদিন ৩৫ কোটি বই বিনামূল্যে বিতরণ করেছে দৃষ্টান্ত স্থাপন করেছে শেখ হাসিনার সরকার। এছাড়াও নিজস্ব অর্থায়নে পদ্মাসেতুর মতো এতো বড় সেতু নির্মাণের সাহস একমাত্র শেখ হাসিনাই দেখাতে পেরেছেন।
সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম লেবুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড আঃ সালাম,পরিষদের চেয়ারম্যান এড.জামাল আব্দুন নাছের বাবুল,সাবেক উপজেলা চেয়ারম্যান আঃ বারী মন্ডল,চেয়ারম্যান হাবিবুর রহমান শাহিন,শাহাদত হোসেন স্বাধীন প্রমূখ। এতে উপজেলা,ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ নেয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.