তরুণদের মধ্যে আশা জাগিয়েছেন কমলা হ্যারিস

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: হোয়াইট হাউসের রেসে দেরীতে প্রবেশ করা মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস তরুণ ডেমোক্র্যাটদের জাগিয়ে তুলেছেন। দলটি যদি নভেম্বরে ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার আশা করে তাহলে এই তরুণ ডেমোক্র্যাটদের অংশগ্রহন জরুরি।
প্রেসিডেন্ট জো বাইডেন ২১ জুলাই এক্স-এ দুটি সাধারণ বার্তা দিয়ে বলেছেন, তিনি রেস থেকে সরে আসছেন এবং হ্যারিসকে সমর্থন করছেন। এতে ‘স্বস্তি’ অনুভব করেছেন ২৮ বছর বয়সী স্টিভি ও’হ্যানলন।
যুব জলবায়ু সক্রিয়তা গ্রুপ সানরাইজ মুভমেন্টের সদস্য ও‘হ্যানলন বলেছেন, ৮১ বছর বয়সী বাইডেনের মানসিক সক্ষমতা এবং ট্রাম্পের বিরুদ্ধে তার ভয়ঙ্কর ভোটের সংখ্যা সম্পর্কে উদ্বেগ ‘অনেক যুবকের মধ্যে ভয়ের জন্ম দিয়েছে।’
ও‘হ্যানলন বলেন, হ্যারিসের প্রার্থিতা দুই সপ্তাহও হয়নি তবে ইতোমধ্যেই ‘তিনি এমন একটি উৎসাহ তৈরি করেছেন যা বাইডেনের পক্ষে সম্ভব ছিল না।’
ওহাইওর সিনসিনাটি থেকে ২২ বছর বয়সী ইথান নিকোলাস বলেছেন, নতুন শক্তি ‘মাঠেই স্পষ্ট হবে।’
রাজনীতিতে সক্রিয় ডেমোক্রেটিক সমর্থক কলেজ ছাত্র ইথান নিকোলাস বলেছেন, ‘আমার বন্ধুরা যারা রাজনৈতিকভাবে জড়িত নয়, আমি তাদের কমলা হ্যারিস সম্পর্কে ছবি, ভিডিও, টেক্সটগুলো পুনরায় পোস্ট করতে দেখেছি এবং আপনি জানেন, অবশেষে একটি প্রচারণার জন্য আপাতদৃষ্টিতে এগুলো খুব উত্তেজিত মনে হচ্ছে যে, তারা অনুপ্রাণিত বোধ করেছে।’
৫৯ বছর বয়সী হ্যারিস তার থেকে প্রায় ২০ বছর সিনিয়র ৭৮ বছর বয়সী ট্রাম্পের বিরুদ্ধে তারুণ্যের এই উৎসাহকে পুঁজি করতে চান।
এদিকে, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আগামী ৪ সেপ্টেম্বর ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসের সাথে বিতর্কে অংশ নিতে ফক্স নিউজের সাথে একমত পোষণ করেছেন। ট্রুথ সোশ্যালে এক বার্তায় ট্রাম্প বলেছেন,“আমি ফক্স নিউজের সাথে বুধবার ৪ সেপ্টেম্বর কমলা হ্যারিসের সাথে বিতর্ক করতে সম্মত হয়েছি।”
তবে কমলা হ্যারিস এতে সম্মত হয়েছেন কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.