তদন্তে উঠে এলো অভিনেত্রী হুমায়রার নিঃসঙ্গ শেষ দিনগুলোর চিত্র
বিটিসি বিনোদন ডেস্ক: পাকিস্তানি অভিনেত্রী হুমায়রা আসগর আলীকে ঘিরে সাম্প্রতিক তদন্তে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে পুলিশ। এরমধ্যে অভিনেত্রীর ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টের তথ্যও প্রকাশ করেছে তদন্তকারী পুলিশ।
জানা যায়, হুমায়রার একাউন্টে ৪ লাখ রুপি ছিল এবং এটিএম লেনদেন থেকে পুলিশের ধারণা, তিনি আর্থিক সঙ্কটে ছিলেন না।
একজন জ্যেষ্ঠ তদন্ত কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, “হুমায়রা আর্থিকভাবে স্বচ্ছল থাকলেও মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে মনে হচ্ছে।”
তার ফ্ল্যাট থেকে দুটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটিতে জন্মতারিখ পরিবর্তন করা হয়েছে বলে জানায় পুলিশ। তাদের ধারণা, বয়স কম দেখানোর চাপ থেকেই হয়তো হুমায়রা এমনটা করেছিলেন— যেমনটা শোবিজে প্রায়ই হয়ে থাকে।
তদন্তকারীরা জানিয়েছেন, গত বছরের ৭ অক্টোবর হুমায়রা অন্তত ১৪ জনকে ফোন করার চেষ্টা করেছিলেন, যার মধ্যে একজন জনপ্রিয় পরিচালকও আছেন—বর্তমানে তিনি ইসলামাবাদে অবস্থান করছেন। কিন্তু কেউই সাড়া দেননি।
Comments are closed, but trackbacks and pingbacks are open.