তথ্য ফি বাবদ ৪৭ হাজার টাকা চেয়েছেন গণপূর্ত বিভাগ

পঞ্চগড় প্রতিনিধি: তথ্য ফি বাবদ ৪৭ হাজার ৩৯০ টাকা জমা করতে গণপূর্ত কর্মকর্তা চিঠি দিয়েছেন আবেদনকারী মো, সম্রাট হোসাইনকে। এমন একটি অযৌক্তিক ঘটনা ঘটেছে পঞ্চগড় গণপূর্ত বিভাগে। সেখানকার নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান সরকার গত (১৯ ডিসেম্বর) স্বাক্ষরিত এক চিঠিতে তিনি একথা জানান।
জানা যায়, গত ৩ অক্টোবর তথ্য অধিকার আইনের তথ্য প্রাপ্তির আবেদন ফরমে, বিটিসি নিউজ এবং দৈনিক ইনকিলাবের পঞ্চগড় প্রতিনিধি, মো,সম্রাট হোসাইন, গণপূর্ত বিভাগ পঞ্চগড়ের ২০১৯-২০-২১ অর্থ বছরের উন্নয়ন প্রকল্পের কিছু তথ্য চেয়ে আবেদন করেন। তৎকালীন নির্বাহী প্রকৌশলী তথ্য না দিয়ে বদলি হয়ে যান। পরে নতুন প্রকৌশলী যোগদান করার পরে তথ্য সরবরাহ করতে ফটোকপি বাবদ ৪৭ হাজার ৩৯০ টাকা ট্রেজারি চালান করে, চালানের মুল কপি জমা দিতে বলেন।
চাহিত তথ্য গুলো হল: মোট প্রকল্প কতটি, কি কি, কোথায়, বরাদ্দ, কত শতাংশ কাজ হয়েছে, লেজ যদি থাকে তার শতাংশ ইত্যাদি। একই চাহিত তথ্য অন্য একটি দপ্তর ৮০ পাতার মধ্যে সব তথ্যই দিয়েছেন ৮০ টাকা খরচ নিয়ে। অথচ ৪৭ হাজার ৩৯০ টাকা চালানে জমা করতে বলে, তথ্য সরবরাহে অনিহা দেখিয়েছেন গণপূর্তের নির্বাহী প্রকৌশলী।
গণপূর্ত বিভাগ পঞ্চগড়, নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান সরকার, এ বিষয়ে মুঠোফোনে কোন কথা বলতে না চেয়ে, অফিসে আসতে বলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.