BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

তথাকথিত ঐক্যমত্য কমিশনের সনদ প্রত্যাখ্যান করেছে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ

তথাকথিত ঐক্যমত্য কমিশনের সনদ প্রত্যাখ্যান করেছে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ

বিশেষ প্রতিনিধি: ঐক্যমত্য কমিশনের সনদ সম্পর্কে মানবতার রাজনীতির দল বিশ্ব ইনসানিয়াত বিপ্লব
(World humanity revolution) এর চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেন, কতিপয় জনসনদবিহীন লোকের এসব ভিত্তিহীন তথাকথিত সনদ জনগণের সনদ নয়, এসব সনদের কোনো আইনগত ও সাংবিধানিক বৈধতা নেই।

ইমাম হায়াত বলেন, কতিপয় অনির্বাচিত ব্যক্তির সনদ রাষ্ট্রের সনদ হতে পারেনা। রাষ্ট্র ও জনগণের উপর কেউ কিছু চাপিয়ে দেয়ার অধিকার নেই এবং এহেন প্রচেষ্টা নব্য স্বৈরাচার নব্য ফ্যাসিবাদ হিসেবেই গণ্য হবে।

তিনি বলেন, জুলাই সনদ কথাটাই মিথ্যা ও ধোকা, কারন জুলাই আন্দোলন কোনো সনদের ভিত্তিতে হয় নাই, জংগীবাদী সাম্প্রদায়িক স্বৈররাষ্ট্র কায়েমের জন্য হয় নাই, জুলাই আন্দোলনে জনগণ কেবল গণতন্ত্র এবং সবার জীবনের নিরাপত্তা-স্বাধীনতা-অধিকার চেয়েছিলো যা ক্ষমতাসীন অন্তর্বর্তীচক্র ধ্বংস করে আগের চেয়েও নিকৃষ্ট স্বৈরতন্ত্র- দস্যুতন্ত্র- জংগীবাদ- মবসন্ত্রাস- মিথ্যা মামলা- আদালত জবরদখল- বৈষম্য – দলীয়করণ খুন রাষ্ট্রীয়সন্ত্রাস – বাকস্বাধীনতা হরন – অন্যায় গ্রেফতার -রাজনৈতিক নিপীড়ন নির্যাতন জেল জুলুম চালাচ্ছে।

ইমাম হায়াত বলেন, গণভোটের নামে প্রহসণের ভোটের নামে যতই চেষ্টা করা হোক এসব চাপিয়ে দেয়া তথাকথিত সনদ কখনোই জনগনের গ্রহনযোগ্য হবে না।

তিনি বলেন, আমরা জনগণের প্রতিনিধিত্বশীল সব রাজনৈতিক দলের সাথে আলোচনা পরামর্শ না করে কতিপয় ভিত্তিহীন নামসর্বস্ব ও জংগীবাদি সাম্প্রদায়িক স্বৈররাজনীতির গ্রুপ নিয়ে তাদের অসৎস্বার্থে স্বৈরাচারী কায়দায় তৈরি অগণতান্ত্রিক এ তথাকথিত সনদ জনগণ বর্জন করবে এবং ইতিহাসের পরিত্যক্ত বর্জ্য আবর্জনায় পরিণত হবে এবং অলরেডি হয়ে গেছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি স. . জিয়াউর রহমান। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ