ঢাবি শিক্ষার্থী শুভহত্যা : এবার সাংবাদিক সম্মেলনে বিচার দাবী!

লালমনিরহাট প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জাকারিয়া বিন হক শুভ (২৮) হত্যার সুষ্ঠতদন্ত ও বিচারের দাবীতে আজ রবিবার দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছে পরিবারটি।অংশ নেন বিভিন্ন শ্রেণীর পেশার মানুষজনও।
এতে বক্তব্য দেন শুভর বড় বোন হাসিনা ইয়াসমিন বিনতে হক মুন্নী,মা নুরজাহান হক ও মামী সৈয়দা রাজিয়া মোস্তফা।
প্রসঙ্গত, ২৪ সেপ্টেম্বর রাত ৯ টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডের ভাড়া বাসা থেকে শুভর মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। সেখানে স্ত্রী সহ বসবাস করতেন তিনি।
এ ঘটনায় শুভ’র বড়বোন হাসিনা নাজনিন বিনতে হক বাদী হয়ে গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে শুভর স্ত্রী শেহনীলা নাজ ও শাশুড়ি আছমা বেগমসহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামী করে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
নিহত জাকারিয়া বিন হক শুভ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার উত্তর ঘনেশ্যাম (এমসি মোড়) এলাকার আব্দুল হকের ছেলে।
এর আগে এলাকাবাসী শুভহত্যার সুষ্ঠতদন্ত ও বিচারের দাবীতে কালীগঞ্জের তুষভান্ডার বাজারে মানববন্ধন ও বিক্ষোভ এবং লালমনিরহাট শহরের মিশনমোড়ে মানববন্ধন শেষে স্মারকলিপি প্রদান করে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.