ঢাবি’র মধুর ক্যান্টিনের সামনে ককটেল বিস্ফোরণ

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনের সামনে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ রবিবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।

নিউ মার্কেট ফাঁড়ি পুলিশের এসআই মোহাম্মদ রইচ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন জানিয়েছেন, ককটেল বিস্ফোরণে কেউ হতাহত হননি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.