ঢাকা-মাওয়া মহাসড়কে বিআরটিসি পরিবহনের বাস চাপায় নিহত ২

ঢাকা প্রতিনিধিঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার চন্দ্রেরবাড়ী নামক স্থানে বাস চাপায় দুই পথচারী নিহত হয়েছেন। লৌহজংয়ের পূর্ব শিমুলিয়া গ্রামের মৃত ওয়াজউদ্দিন শেখের ছেলে মো. আব্দুর রহমান শেখ (৭০) ও হাসপাতালে নেওয়ার পর নিহত হন একই গ্রামের মৃত নাজির দেওয়ানের ছেলে পরশ আলী দেওয়ান (৬৫)।

মাওয়া ট্রাফিক পুলিশের টিআই মৃদুল রঞ্জন দাস বিটিসি নিউজকে জানান, আজ রবিবার সকাল পৌনে ৯ টায় দিকে শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়া ঢাকামুখী বিআরটিসি পরিবহনের বাসটি ওভারটেক করার সময়ে চন্দ্রের বাড়ি বাজারের কাছে রাস্তার পাশে একটি নির্মাণ সামগ্রির দোকানে উঠিয়ে দেয়। এই সময় ভ্যানে নির্মাণ সামগ্রী ভর্তিরত এই দু’বৃদ্ধ নিহত হন। এ সময় গুরুতর আহত হন একই এলাকার আলী আকবরের ছেলে মো. আলী হোসেন ও নুর আলীর ছেলে মো. মিজানুর রহমান।

দুর্ঘটনার পর তিনজনকে শ্রীনগর শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে পরশ আলী দেওয়ানকে মৃত ঘোষণা করা হয়। বাকি দু’জনকে অবস্থা আশংকাজনক তাদের চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

লৌহজং থানার ওসি মো. মনির হোসেন বিটিসি নিউজকে জানান, নিহতের লাশ স্বজনের আবেদনের প্রেক্ষিতে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.