ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি হলেন লালমনিরহাটের তৌফিক

লালমনিরহাট প্রতিনিধিঃ  ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন লালমনিরহাট জেলার কৃতি সন্তান তৌফিক হাসান শাওন।
গত শুক্রবার সকালে কেন্দ্রীয় ছাত্রলীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ২৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়।
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারন সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত উক্ত কমিটিতে সহ-সভাপতি হিসেবে স্থান পেয়েছেন এই মেধাবী ছাত্রনেতা।
কমিটিতে পদ পাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে শুভেচ্ছায় সিক্ত হতে থাকেন তিনি।
কমিটিতে পদ পাওয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সর্বদা কাজ করে যাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ।
আমি ছাত্রলীগের একজন হতে পেরে নিজেকে গর্বিত মনে করি এবং আমার উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে তা সঠিকভাবে পালন করে যেতে চাই’।
উল্লেখ্য: যে, তৌফিক হাসান শাওন দীর্ঘদিন ধরে মহানগর উত্তরের সভাপতি ইব্রাহিম হোসেনের সাথে রাজনীতি করে আসছেন এবং সর্বশেষ সরকারি গ্রাফিক আর্টস ইনিস্টিটিউট এর সভাপতির দায়িত্ব পালন করেছেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.