ঢাকা থেকে টাঙ্গাইল পর্যন্ত ডাবল রেল লাইন করা হবে

টাঙ্গাইল প্রতিনিধি: রেল মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন-‘ ঢাকা থেকে টাঙ্গাইল পর্যন্ত ডাবল রেল লাইন করা হবে খুব শীঘ্রই। বঙ্গবন্ধু রেল সেতু কাজ শেষ হওয়ার আগেই এ কাজ শুরু করা হবে। ‘
আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) টাঙ্গাইল ঘারিন্দা রেল স্টেশনের প্লাটফর্ম কাজের উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নূরুল ইসলাম সুজন বলেন- ‘ ২০২৪ সালের মধ্যে বঙ্গবন্ধু রেল সেতুর কাজ শেষ হবে। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ঢাকা থেকে উত্তর বঙ্গের সব রেল লাইন ডাবল করা হবে। যাতে করে দুই লাইনে রেল চলাচল করতে পারে। সাধারণ মানুষ এখন রেলের প্রতি আগ্রহী। তারা যাতে রেলে বেশি যাতায়াত করে সেদিকে নজর দেয়া হবে। ‘
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য আলহাজ ছানোয়ার হোসেন এবং রেল মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা।
অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম , অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী নুসরাত এদীপ লুনা , সদর উপজেলা চেয়ারম্যান শাজাহান আনছারী প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর টাঙ্গাইল প্রতিনিধি রহমান উজ্জল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.