ঢাকা-আরিচা সড়কে চলন্ত এসি বাসে অগ্নিকাণ্ড

ফাইল ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ প্রতিনিধি: আজ সোমবার ভোর ৬টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকামুখী, ঢাকা-আরিচা সড়কের মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গী বাসস্ট্যান্ড এলাকায় কে লাইন পরিবহনের একটি এসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

খবর পেয়ে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা।

এতে প্রায় আধা ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে ধীরগতিতে যান চলাচল শুরু হয়।

কে লাইন পরিবহনের হেলপার মাসুদ বিটিসি নিউজকে জানান, সাতক্ষীরা থেকে ১০-১২ জন যাত্রী নিয়ে রাত ১০টার দিকে ঢাকার উদ্দেশে রওনা হয় বাসটি।

পথিমধ্যে মানিকগঞ্জের নয়াডিঙ্গী বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে আাসার পর বাসটিতে যান্ত্রিক সমস্যা দেখা দেয়। ওয়ারিংয়ের তার থেকে বাসের এসির মধ্যে আগুন ধরতে শুরু করে।

বিষয়টি টের পেয়ে যাত্রীদেরকে নামিয়ে দেওয়া হয়। পরে আগুন ছড়িয়ে পড়লে পুরো বাসটি পুড়তে থাকে। মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খন্দকার জান্নাতুল নাঈম বিটিসি নিউজকে জানান, অগ্নিকাণ্ডের খরব পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনে।

কিন্তু ততক্ষণে বাসটির প্রায় অধিকাংশই পুড়ে যায়। যান্ত্রিক ত্রুটির কারণে বাসটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বিটিসি নিউজকে জানান, অগ্নিকাণ্ডের কারণে মহাসড়কে অল্প সময় যানবাহন চলাচল বন্ধ ছিল।

পরে ধীরগতিতে যানবাহন চলাচল শুরু করলেও এখন পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.