ঢাকায় বিএনপি প্রার্থীদের ডেকেছেন মির্জা ফখরুল

ঢাকা প্রতিনিধি: আজ মঙ্গলবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, একাদশ সংসদ নির্বাচনে বিএনপির সকল প্রার্থীদের ঢাকায় ডেকেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রুহুল কবির রিজভী বলেন, আগামী বৃহস্পতিবার সকাল ১০টায় গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে প্রার্থীদের নিয়ে বৈঠক করবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

চিঠিতে বলা হয়, ভোটে অনিয়ম-কারচুপির প্রমাণ, প্রতিটি কেন্দ্রের ‘অস্বাভাবিক’ ভোটের হিসাব, গ্রেপ্তার এজেন্ট ও নেতা-কর্মীদের তালিকা, সহিংসতায় আহত ও নিহতদের তালিকা করে একটি প্রতিবেদন দিতে হবে। চিঠিতে ভোট কারচুপির কোনো ভিডিও-ছবি থাকলে সংযুক্ত করতেও অনুরোধ করা হয়েছে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.