ঢাকায় দুর্গোৎসবের মহানবমী অনুষ্ঠানে রাসিক মেয়র

রাসিক প্রতিবেদক: ঢাকায় বাংলাবাজার সার্বজনীন দুর্গোৎসব শ্রী শ্রী লক্ষীনারায়ণ জিঁ ঠাকুরের মন্দিরে দুর্গোৎসবের মহানবমী অনুষ্ঠানে উত্তরীয় পরিয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে সম্মাননা প্রদান করা হয়েছে। আজ সন্ধ্যায় পুরান ঢাকায় এ শ্রী লক্ষীনারায়ণ জিঁ ঠাকুরের মন্দিরে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক এমপি। বিশেষ অতিথি ছিলেন রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা নওশের আলীসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্যামল পাল।  (প্রেস বিজ্ঞপ্তি ) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.