ঢাকায় এসে করোনা আক্রান্ত নেপালি ফুটবলার

বিটিসি স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসে জর্জরিত নেপাল ফুটবল দল। বাংলাদেশ সফরের আগেই ৫ জন ফুটবলার করোনা আক্রান্ত হয়ে দল থেকে বাদ পড়েন। ঢাকায় আসার ঠিক আগে আগে আরও ২ জন ফুটবলার আক্রান্ত হন। এমন অবস্থায় ৭ জন ফুটবলারকে ছাড়াই প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় পা রাখে নেপাল দল।

এখানেই শেষ নয়, ঢাকায় আসার পরও দলটির পিছু ছাড়েনি করোনাভাইরাস। ঢাকায় এসে নেপালের আরেক খেলোয়াড়ের করোনা শনাক্ত হয়েছে। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

১৩ নভেম্বর প্রথম ম্যাচ সামনে রেখে গত মঙ্গলবার (১০ নভেম্বর) নিয়মমাফিক করোনা পরীক্ষা করা হয় বাংলাদেশ ও নেপালের সব খেলোয়াড় ও কোচিং স্টাফের। বাংলাদেশের সব খেলোয়াড়ের করোনা নেগেটিভ হলেও নেপালের এক ফুটবলারের করোনা শনাক্ত হয়েছে।

জানা যায় করোনা আক্রান্ত নেপালের ফুটবলার হলেন ডিফেন্ডার রজিন ধিমাল। নেপালের অন্যতম সেরা অভিজ্ঞ এই ডিফেন্ডারের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে ও নেপাল দলীয় সূত্র।

তবে অভিজ্ঞ এই খেলোয়াড়কে না পাওয়ায় দল সাজাতে অনেকটাই হিমশিম খেতে হতে পারে নেপালের কোচ বালগোপাল মহারজনকে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.