BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৫শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৫শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ঢাকাস্থ বকশীগঞ্জ সমিতির উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণ

ঢাকাস্থ বকশীগঞ্জ সমিতির উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: মেধাকে স্বীকৃতি ও উৎসাহিত করার লক্ষ্যে জামালপুরের বকশীগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও পুরস্কার প্রদান করা হয়েছে।

ঢাকাস্থ বকশীগঞ্জ সমিতির উদ্যোগে শনিবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলা সরকারি গণগ্রন্থাগারে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী এমএ ছাত্তার।

ঢাকাস্থ বকশীগঞ্জ সমিতির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম বিকট এর সঞ্চালনায় এবং সমিতির সভাপতি অধ্যাপক ডা. রেজাউল করিমের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত আইজিপি আব্দুল্লাহ আল মাহমুদ লিটন, সাবেক অতিরিক্ত সচিব ড. সিরাজুল ইসলাম, বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সাঈদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী, বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ, মুক্তিযোদ্ধা বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের অধ্যক্ষ ড. মোফাজ্জল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, বীর মুক্তিযোদ্ধা আফসার আলী, সাবেক অধ্যক্ষ হাসান বিন রফিক, সাবেক অধ্যক্ষ আবদুর রাজ্জাক, বকশীগঞ্জ সমিতির মহাসচিব আগা সাহিদ মিন্টু, ঢাকাস্থ বকশীগঞ্জ যুব কল্যাণ সমিতির সভাপতি ও সিটি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট সাইফুল ইসলাম মাসুম, সাবেক পুলিশ কর্মকর্তা নজরুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির উপজেলা সমন্বয়কারী মোসাদ্দেকর রহমান মানিক, বকশীগঞ্জ শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক শাকিল তালুকদার, ইসলামী ব্যাংক কর্মকর্তা আনোয়ার হোসেন ফুয়াদ, সমিতির সহসভাপতি হামিদুর রহমান তারেক, যুগ্ম মহাসচিব গোলাম রাব্বানী, ছাত্র বিষয়ক সম্পাদক শাহজাহান শাওন, এনএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ, নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মামুন সিদ্দিকী, শিক্ষার্থী রাফি বিন জাকির, শিক্ষার্থী সাদিয়া আক্তার প্রমুখ।

উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৭৩ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান ও ক্রেষ্ট প্রদান করা হয়।

এসময় বক্তারা বলেন, এই সমিতির পক্ষ থেকে প্রতি বছর যেন এই ধারাবাহিকতা বজায় রাখা হয়। সামাজিক কর্মকান্ড পরিচালনার মাধ্যমে সমিতির কার্যক্রমকে গতিশীল করার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি এলাকার উন্নয়নে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন বকশীগঞ্জ সমিতির নেতৃবৃন্দ।

শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও শিক্ষা উপকরণ প্রদান করায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসাহ দেখা দেয়। তারা মহতি এই আয়োজনের জন্য কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অন্যান্য দেশকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ করবে ভেনেজুয়েলা জাতিসংঘ কাজে আসছে না, তারা ব্যর্থ হয়েছে : ব্রাজিলের প্রেসিডেন্ট টাঙ্গাইলে কৃষক সমাবেশ ও কৃষি মাঠ সেবা কর্মসূচি অনুষ্ঠিত জাপানি ভাষা শিক্ষা প্রতিষ্ঠান ইয়োমিকটা এর উদ্বোধন রাজশাহী এখন মারাত্মক বায়ু দূষণের কবলে নির্ধারিত মানের চেয়ে অনেক উপরে পি.এম ২.৫ চারঘাটে গভীর রাতে সার পাচারকালে জনতার হাতে আটক, ডিলারের জরিমানা নিউইয়র্ক-নিউ জার্সিতে মেয়র নির্বাচনের আগাম ভোটগ্রহণ শুরু, হাড্ডাহাড্ডি লাড়াইয়ের আভাস মুসলমানদের নিরাপত্তা জোরদারে যুক্তরাজ্যে ১৪ কোটি টাকার তহবিল ঘোষণা ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ কী আসন্ন? ল্যাটিন আমেরিকায় রণতরী মোতায়েন করছে যুক্তরাষ্ট্র : পেন্টাগন