ঢাকা প্রতিনিধি: ঢাকার ধামরাই পৌর এলাকার একটি রাইস মিলের নাইট গার্ড ও মিলের কর্মচারীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে প্রায় ৮ লাখ টাকা মূল্যের ৬৩৩ বস্তা চাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
রবিবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ধামরাই পৌরসভার আইঙ্গন এলাকার বিসমিল্লাহ অটো রাইস মিলে এ ঘটনা ঘটে।
পুলিশ ও মিল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ৮–১০ জনের একটি ডাকাতদল মিলের দেয়াল টপকে ভেতরে ঢোকে। তারা প্রথমে নিরাপত্তাকর্মীসহ মিলের ভেতরে থাকা চারজন কর্মচারীকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে হাত-পা বেঁধে একটি কক্ষে আটকে রাখে। পরে একটি ট্রাক মিলের ভেতরে ঢুকিয়ে ৬৩৩ বস্তা চাল লুট করে নিয়ে যায়।
মিলের নাইট গার্ড মো. হযরত আলী বলেন, ১০-১২ জন লোক মিলের পেছন থেকে এসে আমার হাত-পা ও মুখ বেঁধে আমার গলায় চাকু ধরে। এরপর এখানে থাকা আরও চারজন শ্রমিককে আমার সাথে মিলের অফিসের পাশের একটি কক্ষে বেঁধে রেখে চাল নিয়ে যায়। পরে আমাদের বেঁধে রাখা একজন মুখ দিয়ে আমার হাতের বাঁধন খুলে দিলে আমরা বের হই। ততক্ষণে তারা চলে যায়। এরপর আমি মালিককে ফোন দিয়ে জানাই।
মিলের চাল ব্যবসায়ীরা জানান, সকালে মিল কর্তৃপক্ষ তাদের ফোন করে জানায় যে রাতে ডাকাতরা চাল নিয়ে গেছে।
মিলের চাল ব্যবসায়ী হেলাল উদ্দিন অভিযোগ করে বলেন, রাত ৩টার দিকে ডাকাতির ঘটনা ঘটলেও আমাকে সকাল ৭টার দিকে ম্যানেজার বিষয়টি জানায়। আমার প্রায় ৪০০ বস্তা চাল ডাকাতরা নিয়ে গেছে। দেরিতে জানানোয় আমি বিষয়টি বুঝতে পারছি না।
আরও এক চাল ব্যবসায়ী ফরিদ পাগলা বলেন, ডাকাতির ঘটনা ঘটে রাত ৩টার দিকে, কিন্তু আমাকে জানানো হয় সকাল ১০টার দিকে। আমি ঋণ করে টাকা এনে ব্যাবসা করছিলাম। এ অবস্থায় কী করব বুঝতে পারছি না। আমি প্রশাসনের কাছে সঠিক তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বিটিসি নিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মারুফ সরকার। #

















