ঢাকায় ৫ আগস্ট গুলিবিদ্ধ লালমনিরহাটের শিক্ষার্থীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি: ঢাকায় গুলিবিদ্ধ হয়ে লালমনিরহাটের আদিতমারীর মিরাজ খান (২০) নামে এক শিক্ষার্থীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। মিরাজ মহিষখোচা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। কলেজে ভর্তি হয়ে ঢাকায় গার্মেন্টসে কাজ করতে আসেন। তিনি উপজেলার মহিষখোচা ইউনিয়নের খানপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে।
এলাকাবাসী জানায়, কলেজে ভর্তি হয়ে আর্থিক অস্বচ্ছলতার জন্য ঢাকায় গার্মেন্টসে কাজ করতেন মিরাজ। ছাত্রত্বের টানে ঢাকার যাত্রাবাড়ীতে কোটাবিরোধী আন্দোলনের মিছিলে অংশ নেন তিনি। গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর মিছিলে দুর্বৃত্তদের গুলিতে আহত হন মিরাজ। পরিবার ও আত্মীয় স্বজনরা ঢাকায় হাসপাতাল ও ক্লিনিকে অপারেশন করানোর জোর চেষ্টা করেন। কিন্তু চিকিৎসকের কোনো দেখা না পেয়ে রংপুর মেডিকেলে নিয়ে আসেন। সেখানে বুধবার নানান চড়াই-উতরাই পেরিয়ে অপারেশন সম্পন্ন হয়। পরে বৃহস্পতিবার তার মৃত্যু হয়।
তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়েছে। মরদেহ নিয়ে আসার পর শোকের ছায়া নেমে এসেছে মিরাজের পরিবার ও এলাকাজুড়ে।
এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন নবী বলেন, গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন মিরাজের মৃত্যুর সংবাদ পেয়েছি। তার পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.