ড. ইউনূসকে অভিনন্দন জানালেন মমতা

 

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুক্রবার (৯ আগস্ট) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে ইউনূসকে স্বাগত জানান তিনি।
ফেসবুক পোস্টে মমতা বলেন, আমি প্রফেসর মুহাম্মদ ইউনূস ও আরও যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে আছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি।
বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক আরও দৃঢ় হবে, এ কথা জানিয়ে মমতা লিখেন, পৃথিবীতে শান্তি ফিরে আসুক, আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো ভালো করুক। তারা ভালো করলে আমরাও ভালো থাকব। 
এছাড়া ছাত্রসমাজকে ধন্যবাদ জানিয়ে মমতা লিখেছেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সকল মানুষ শান্তি, সমৃদ্ধির পথে পা বাড়াক, এমনটিই আমার চাওয়া। তরুণ, শ্রমজীবী, কৃষিজীবীসহ নারীদের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করেন মমতা ব্যানার্জি।

Comments are closed, but trackbacks and pingbacks are open.